পরনে ধুতি-পাঞ্জাবি । চোখে রোদচশমা । সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন চেনা ছন্দেই দেখা গেল মদন মিত্রকে (Madan Mitra) । এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন কামারহাটির বিধায়ক । স্লেট, পেন্সিল হাতে নিয়ে প্রতীকী হাতেখড়ি করেন তিনি । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংবিধান পাঠ করতেও দেখা যায় তাঁকে । সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্দরে কেন সরস্বতী পুজো করতে দেওয়া হল না, সেই বিষয়েও প্রেসিডেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ।
প্রেসিডেন্সি কর্তৃপক্ষকে নিশানা করে মদন মিত্র বলেন, “সংবিধান কোথাও বলেনি পুজো না করতে । কিন্তু এঁরা তা করতে দেননি। কাপুরুষের মতো ভিতর থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে । এর থেকে লজ্জার কিছু হয় না । এর বিরুদ্ধে আমরা আদালতে যাব।” এই বিষয়ে বিজেপিকেও তুলোধনা করতে ছাড়েননি মদন মিত্র ।
আরও পড়ুন, Sukanta Majumder: মেয়ের হাতেখড়ি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, উপহার পাঠালেন রাজ্যপাল
বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য ক্যাম্পাস চত্বরে সরস্বতী পুজোর অনুমতি দেয়নি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। তাঁদের সেই 'অজুহাত'-কে থিম করেই সরস্বতী পুজোর আয়োজন করেছে টিএমসিপি । ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরেই বাণীবন্দনায় সমবেত হয়েছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। তাঁদের পুজোয় থিম ‘দেশ সেক্যুলার, প্রেসিডেন্সি সেক্যুলার’। সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিয়ে পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা পুরোহিতকে।