SSKM হাসপাতালের পর এবার কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ (SagarDutta Medical College)। ফের হাসপাতালে চলা দালালরাজ নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাগরদত্ত হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে হাসপাতালের মধ্যে চলা দালাল চক্রের বিরুদ্ধে। চক্রের মূল পান্ডা জাভেদ আলিকে গ্রেফতার করার জন্য বেলঘড়িয়া পুলিশকে নির্দেশও দেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ মদন মিত্র। তাঁর অভিযোগ, বাড়িতে পুলিশ গেলেও অভিযুক্তকে ধরতে পারেনি। পাশাপাশি তাঁর অভিযোগ, দালালচক্র চালানোর সমস্ত খবর থাকার পরেও নিস্ক্রিয় পুলিশ। এদিকে অভিযুক্তের ছবি দিয়ে দালাল চক্র থেকে সাবাধান করার জন্য পোস্টারও দেওয়া হয়েছে।
Read More- টাকা নিয়ে রোগী ভর্তির অভিযোগ, SSKM হাসপাতাল থেকে গ্রেফতার ৩ দালাল
যদিও এনিয়ে পালটা খোঁচা দিতে ছাড়েনি BJP। এবিষয়ে স্থানীয় BJP নেতা কিশোর কর জানিয়েছেন, দালাল চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তরা সর্বক্ষণ মদনমিত্রের সঙ্গে থাকেন। সব সরকারি হাসপাতালের চিত্র একই বলে মত তাঁর।