নিয়োগ দুর্নীতির মাঝেই এবার বোমা ফাটালেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক চাকরি দুর্নীতি ইস্যুতে নিশানা করেন বিরোধীদের। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে তিনি জানান, “সুযোগ পেলে তৃণমূল কর্মীদের আবারও চাকরি দেব।” বামেদের আক্রমণ করে তিনি জানান, ৩৪ বছরে সিপিএম অনেক কর্মীদের চাকরি দিয়েছে। ৩৪ বছরে তাঁদের বহু কর্মীকে সিপিএম চাকরি দেয়নি বলেও অভিযোগ করেন কামারহাটির বিধায়ক।
তবে এদিনের ফেসবুক লাইভে তিনি জানান, সত্যিকারের যোগ্য প্রার্থীদের বঞ্চিত না করে তাঁরা ওই চাকরি দেবেন বলেও জানান মদন। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কামারহাটির বিধায়কের এই ফেয়াসবুক লাইভ তৃণমূলকে আরও ব্যাকফুটে ঠেলে দিল বলেই মত রাজনীতির কারবারিদের।
আরও পড়ুন- Drug seized in Saltlake : সল্টলেকে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, মূল্য ৩ কোটির বেশি