হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই ফের বড়সড় বিপদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের। হাসপাতালের বেডে ধাক্কা লেগে তাঁর কাঁধের একটি হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তার জন্য অস্ত্রোপচার করার দরকার। কিন্তু বিধায়কের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় এখনই তা করা হবে না বলেই সূত্রের খবর।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিল মদন মিত্র। তার সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়ে। অঘটন ঘটে বৃহস্পতিবার রাতে। সূত্রের খবর, ওইদিন প্রবল খিঁচুনি শুরু হয়। সেসময় বেডের পাশে রেলিংয়ে বিধায়কের একটি হাত লাগে। এবং তখনই কাঁধের হাড় ভেঙে যায়।