আষাঢ় মাস পড়ল বলে, তার আগে জ্যৈষ্ঠ শেষে আজ জগন্নাথদেবের স্নানযাত্রা (jagannath dev snan yatra)। পুরীর জগন্নাথ মন্দিরে আজ বিশেষ আয়োজন। কালীঘাটেও (Kalighat) আজ কালী মায়ের স্নানযাত্রা উৎসব হয়। সেই উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মন্দিরে ভক্তদের ঢোকা নিষেধ। গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়েতরা।
ভক্তদের বিশ্বাস, শক্তিপীঠের অন্যতম কালীঘাটে মায়ের পায়ের আঙুল পড়েছিল। কথিত আছে, স্নানযাত্রার দিনেই কালীঘাটের মন্দিরে মহামায়ার প্রস্তুরীভূত আঙুল হ্রদ থেকে তুলে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথা মেনে তাই প্রতি স্নানযাত্রার দিনেই নতুন করে স্নান করানো হয় মহামায়াকে।
করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড়। সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হবে বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।