হাওড়ার শিবপুরের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডেকে। তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত পাণ্ডে-সহ গ্রেফতার আরও তিন। শুক্রবার ওড়িশা থেকে তিন পাণ্ডে ভাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। গুজরাট থেকে তাঁদের এক সহযোহগীকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে।
দিন চারেক আগেই হাওড়ার শিবপুর এলাকায় একটি আবাসনে ফ্ল্যাট ও গাড়ি থেকে নগদ আট কোটি টাকা উদ্ধার করা হয়। সঙ্গে বিপুল পরিমাণে সোনা ও হিরের গয়নাও। অভিযোগের ভিত্তিতে শিবপুরে তদন্ত চালিয়েছিল কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরে অবশ্য এই ঘটনার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
Kali Puja-Bagnan: আলোর উৎসবেও আঁধার বাগনানে, প্রদীপের বিক্রি নেই, অথৈ জলে মৃৎশিল্পীরা
হাওড়ার ব্যবসায়ীর গাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে নগদে প্রায় আট কোটি টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে নেমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার দু’টি অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটি টাকা লেনদেনের হদিস পায় পুলিশ। পরবর্তী তদন্তে আরও ১৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে এই টাকা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত ২০৭ কোটি টাকা লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলে দাবি।