বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ-কথা জানানো হয়েছে। একইসঙ্গে বদল আসছে একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্রেও।
এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দু'টি প্রশ্নপত্র দেওয়া হত। একটি পার্ট এ, অন্যটি পার্ট বি৷ দ্বিতীয় প্রশ্নপত্রটিতে থাকত অবজেকটিভ প্রশ্ন। এই বছর থেকে থাকবে একটিই প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রেই অবজেক্টিভ প্রশ্ন-সহ সব ধরনের প্রশ্নই থাকবে।
এতদিন পর্যন্ত 'পার্ট বি' প্রশ্নপত্রে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রের মধ্যেই উত্তর দিতেন। কিন্তু এ বার থেকে এই নিয়ম বদলে যাচ্ছে।
Sohini-Kaushik: সম্পর্কে ইতি, বন্ধুত্ব অটুট! পাহাড়ের কোলে ফিরে নতুন করে জীবন দেখা কৌশিক-সোহিনীর
সংসদের পর্যবেক্ষণ, মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকা অনেক সময় 'পার্ট বি'-র প্রাপ্ত নম্বর যোগ করতে ভুলে যান, সেই সম্ভাবনা এড়াতেই নতুন সিদ্ধান্ত।
সংসদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত। প্রশ্নপত্রের ধরনের বেশ কিছু বদল আনতে পারে সংসদ। তবে সেই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।