মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College) দুর্ঘটনা। ৬ তলার রেলিং থেকে বেসামাল হয়ে পড়ে মৃত্যু ৮ বছরের এক শিশুর। এই ঘটনার পর মেডিকেল কলেজের আউটডোরে চাঞ্চল্য ছড়ায়। এলাকার পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুকে মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম হরষিত সিং। বাবার নাম বলবীর সিং। দেশের বাড়ি বিহারের কাটিহারে। মেডিকেল কলেজের সামনে অস্থায়ী খাবারের দোকান আছে তাঁর। মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকে ওই পরিবার। মৃত শিশুর মৃগী রোগ ছিল। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে আসে ছেলেটি। অভিভাবকদের অলক্ষ্যে মেডিকেল কলেজের আউটডোরের ছয়তলায় উঠে যায় ওই শিশু। সেখানে খেলতে খেলতে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে তিনতলায় পড়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: সকাল থেকেই রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি, ব্যাহত স্বাভাবিক জনজীবন
মৃত শিশুর বাবা বলবীর সিং জানান, ছেলের মৃগী রোগ ছিল বলেই ওকে চোখে চোখে রাখা হত। এদিন ঝড়-বৃষ্টির জন্য হাসপাতাল চত্বরে রোগীদের ভিড় কমই ছিল। সকলের অলক্ষ্যে মেডিকেল কলেজের আউটডোরের ছয়তলায় উঠে যায়। সেখান থেকে পড়ে মৃত্যু হয়।