যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine Crisis) থেকে রাজ্যে ফেরা পড়ুয়াদের ডাক্তারিতে ভর্তির সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যে ৪১২ জন পড়ুয়া ফিরেছেন। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই পড়ুয়াদের (Medical Students) কলেজের ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মেডিকেল পড়ুয়া ৪১২ জন। তার মধ্যে সিক্সথ ইয়ারের পড়ুয়ার সংখ্যা ২৩ জন। তাঁদের আমরা সরকারি মেডিকেল কলেজে তাদের পড়া শেষ করার অনুমতি দেওয়া হয়েছে। এবার চতুর্থ ও পঞ্চম বর্ষের পড়ুয়া ৪৩ ও ৯২ জন। মোট ১৩৫ জন পড়ুয়া আছে। তাদের রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্রের সংখ্যা ৯৩ জন। তৃতীয় বর্ষের পড়ুয়ার সংখ্যা ৭৯। মোট ১৭২ জন। এদের প্রত্যেককে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে প্র্যাকটিকাল ক্লাসের অনুমতি দেওয়া হয়েছে।"
আরও পড়ুন: 'আগে নিজের দায়িত্ব পালন করুন', মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের
মূুখ্যমন্ত্রী আরও জানান, "প্রথম বর্ষের পড়ুয়ার সংখ্যা ৭৮ জন। তাদের মধ্যে যারা ২০২১ সালে NIT কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে ৬৯ জনকে বেসরকারি মেডিকেল কলেজে কাউন্সিলিংয়ের জন্য পাঠানো হচ্ছে। ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি করা হবে তাঁদের।"
শুধু ডাক্তারি পড়ুয়া নয়, ইউক্রেনের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও পড়াশোনার ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী।