ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) । জানিয়ে দিলেন, তিনি ছাত্র ভোটের নির্দেশ দেবেন । কিন্তু, শর্ত একটাই শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে । তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ছাত্র ভোট নিয়ে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সোমবার মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন,"অপনারা যদি শান্তিপ্রিয় ভাবে নির্বাচন করতে পারেন তাহলে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব । আপনারা অশান্তি করেন না। অশান্তি করে 'গোলি মারো'র লোকজন । এক দিকে গেরুয়া, অন্য দিকে লাল ।" উল্লেখ্য, যাদবপুরকাণ্ডের পর বিজেপির মিছিলে 'গোলি মারো' স্লোগানের প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন, Mamata Banerjee: ভোটের আগে গ্রেফতার হতে পারেন অভিষেক, মেয়ো রোডে কেন বললেন মমতা ?
একইসঙ্গে মুখ্যমন্ত্রী ভোট নিয়ে পুলিশকে নির্দেশ দেন, ছাত্র-ভোটে যাতে বহিরাগতরা কিছু করতে না পারে সেটা পুলিশকে দেখতে হবে।
ছাত্র ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত প্রসঙ্গে আনন্দবাজারকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, আগে ঘোষণা হোক, তবেই বোঝা যাবে বাকিটা ।
এদিন, মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির ইঙ্গিতও দিয়েছেন তিনি । তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকদিন আগে তাঁর কাছে একটি মেসেজ আসে । সেখানে জানানো হয় লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে ।