মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অনুপস্থিত শাসক দলের একাধিক বিধায়ক। বৃহস্পতিবার এই ঘটনার পরেই অনুপস্থিত বিধায়কদের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার শেষলগ্নে বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিধানসভায় শাসক-বিরোধী শিবির মিলিয়ে বিধায়কদের উপস্থিতির সংখ্যা ছিল নগণ্য। বিষয়টি চোখে পড়তেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তালিকা চেয়ে পাঠান তিনি। উল্লেখ্য, ৯ মার্চ সমস্ত বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেন মমতা। কিন্তু তারপরেও কেন তাঁর কথা শোনা হল না, তা নিয়ে বেশ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবারই শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে অনুপস্থিত বিধায়কদের তালিকা চেয়ে পাঠান মুখ্যমন্ত্রী। কী কারণে তাঁরা ৯ মার্চ বিধানসভায় উপস্থিত থাকলেন না, তার বিস্তারিত কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন মমতা।
আরও পড়ুন- SFI Bidhansabha Abhijan: 'চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’, বিধানসভার গেটে উঠে বললেন এসএফআই রাজ্য সম্পাদক