"রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে যাওয়ার অধিকার কে দিয়েছে!" রায়গঞ্জের ইসলামপুর গ্রাউন্ডের জনসভায় বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রামনবমীর আগের দিন কেন DIG-কে কেন অপসারিত করল নির্বাচন কমিশন! ইসলামপুরের জনসভা থেকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "১৯ জন আহত হয়েছেন। ওসি আহত হয়েছেন। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জানতে চাই, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে DIG-কে সরিয়ে দিলেন। এই প্ল্যানটা করার জন্য, যে পরের দিন নাটক করে বেড়াবেন।"