'এক মাসে ১০৮টা কেস করেছে সিবিআই, ইডি। আমি বিশ্বাস করি না, এটা নরেন্দ্র মোদী করছেন।' কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীকে ক্লিনচিট মমতার। পরিবর্তে তিনি আঙুল তোলেন বিজেপি নেতাদের দিকে। সোমবার বিধানসভায় মমতার আক্রমণের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় শাহ-শুভেন্দুরা। তাঁর কথায়, ‘‘সিবিআই এখন প্রধানমন্ত্রীর দফতরে নেই। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আছে। কলকাতায় ২১টা ইডি রেড হয়েছে। এক মাসে ১০৮টা কেস করেছে সিবিআই, ইডি। বিজেপি নেতারা এসব করছেন।’’
সোমবার বিধানসভায় বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি নেতাদের বাড়িতে ইডি-সিবিআই তল্লাশি করতে বলব। টাকার পাহাড় পাবে। তল্লাশির সময় আমরা সঙ্গে থাকব, দেখিয়ে দেব, কার কোথায় ক’টা ফ্ল্যাট রয়েছে।” পাশাপাশি, বিরোধী দলনেতার উদ্দেশ্যেও তীব্র আক্রমণ শানান মমতা। নাম না করে শুভেন্দুর উদেশ্যে মমতার কটাক্ষ, “তোদের মতো চোর নই রে আমরা”।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা নিয়ে এদিন বিধানসভায় প্রস্তাব আনে শাসক দল। সেই বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চোরেদের গ্রেফতার করো, আপত্তি নেই। কিন্তু সব চোরের বিরুদ্ধে একই নিয়ম থাকতে হবে। তুমি বিজেপি করো বলে তোমাকে কিছু করবে না, এটা চলবে না’। মুখ্যমন্ত্রীর কথার মাঝেই শুভেন্দু অধিকারী ফোড়ন কাটেন। তিনি বলেন, "তৃণমূলে সবাই চোর। খাটের তলা থেকে টাকা বেরোবে।" এরপরেই রুদ্রমূর্তি ধরেন মমতা। শুভেন্দুর উদ্দেশ্যে চাঁচাছোলা ভাষায় তাঁর আক্রমণ, “আমি চ্যালেঞ্জ করছি একটা যদি প্রমাণ করতে পারিস। আমি চ্যালেঞ্জ করছি। তোদের মতো চোর আমরা নইরে”।
আরও পড়ুন- West Bengal Assembly: 'প্রতিহিংসাপরায়ণ-স্বৈরাচারী ED-CBI', তৃণমূলের নিন্দাপ্রস্তাবের খসড়া প্রকাশ্যে