পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি (Petrol Diesel Price Hike) নিয়ে প্রধানমন্ত্রীকে (Prime Minister Naredra Modi) পালটা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কোভিড নিয়ে বৈঠকে (Covid 19 Meeting) পেট্রপণ্যের দামবৃদ্ধি নিয়ে রাজ্যকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বকেয়া ৯৭ হাজার কোটি টাকার ((97 Thousands Crore Rupees) অর্ধেক দিয়ে দিলে পেট্রপণ্যে ১০ হাজার কোটি টাকার ছাড় দিয়ে দেওয়া হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যের থেকে ২৫ শতাংশ বেশি কর নেয় কেন্দ্র।
এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কোভিড সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজ্যকে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী এদিন একতরফা বলেছেন। মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি। অনুরোধ ছিল করোনার বৈঠকে এইসব নিয়ে আলোচনা করবেন না। কিন্তু এটা ওদের অ্যাজেন্ডা। আমাদের বলতে দেওয়া হয়নি।"
আরও পড়ুন: রামপুরহাটের জন্য সরকারের মুখ পুড়েছে, পুলিশকে তোপ মুখ্যমন্ত্রীর
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি বলেছেন, রাজ্যের দিতে হবে, কেন্দ্রকে নিতে হবে। আপনি দাম বাড়াবেন। আর রাজ্য সরকারকে বিক্রি করে দিয়ে টাকা মেটাবেন। ৯৭ হাজার কোটি টাকা আপনার কাছে পাব। সেই টাকা আপনারা আমাদের দেন না। আমাকে ৯৭ হাজার কোটি টাকার হাফ দিন। দেখুন আমি ৩০০০ কোটি টাকা পরের দিন দিয়ে দিচ্ছি। আমার কোনও আপত্তি নেই। আপনারা জানেন, এরা যে কথা বলে, সে কথা করে না।"