আবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল(Cabinet Reshuffle)। মন্ত্রীদের একাংশের দায়িত্ব বদলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে(Chandrima Bhattacharya) দিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্ব। অন্যদিকে, রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমকে(Firhad Hakim) ফিরিয়ে আনা হল পুর এবং নগরোন্নয়ন দফতরের দায়িত্বে।
উল্লেখ্য, মমতার প্রথম মন্ত্রিসভায় ফিরহাদ(Firhad Hakim) পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। নতুন প্রস্তাবে ফিরহাদকে পুরনো দায়িত্বের সঙ্গেই পুর এবং নগরোন্নয়ন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। যা এর আগে সামলাচ্ছিলেন চন্দ্রিমা(Chandrima Bhattacharya)। অন্যদিকে, চন্দ্রিমা ছিলেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী। সেখান থেকে ওই দফতরের স্বাধীন দায়িত্ব পেলেন তিনি। যদিও তৃণমূল(TMC) সূত্রে খবর, দলে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদেরই বিশেষ দায়িত্ব পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- TMC meeting: আজ নজ্রুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, রাজ্য নেতৃত্বে বড় রদবদলের সম্ভবনা
মঙ্গলবার তৃণমূলের(TMC) রাজ্যস্তরের সাংগঠনিক বৈঠকের কয়েক ঘণ্টা আগেই করা হয় মন্ত্রিসভায় রদবদল। যদিও নবান্ন(Nabanna) সূত্রে খবর, মন্ত্রিসভার এই রদবদলের ব্যাপারে সোমবার বিকেলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।