গঙ্গাসাগরে (Gangasagar Mela) একসঙ্গে পাঁচটি তীর্থস্থানের দর্শন করতে পারবেন। তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর -সহ পাঁচটি তীর্থস্থানের আদলে মন্দিরের (5 Temples) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
এদিন গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই মুখ্যমন্ত্রী জানান, "গঙ্গাসাগরে অনেক মানুষ আসেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন, কিন্তু নানা কারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না৷ সেই কারণেই গঙ্গাসাগরে পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে৷ এই তালিকায় রয়েছে, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ির আদলে মন্দির তৈরি করা হবে৷"
আরও পড়ুন: টাকা তো দুর অস্ত, গঙ্গাসাগরে আসেনি কেন্দ্রের সাহায্য, তোপ মমতার
কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে এবার গঙ্গাসাগরের উন্নয়নে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বুধবার কামারহাট সেতু এবং নতুন তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গার ওপর সেতু বানাতে চায় রাজ্য। যার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।