মহালয়ার আগেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল রাজ্যজুড়ে । কালীঘাট থেকে এদিন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শহরের বড় পুজো যেমন শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন থেকে শুরু করে জেলায় জেলায় ছোট-বড় সব মিলিয়ে ৮০০ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । একপ্রকার দেবীপক্ষের আগেই সূচনা হয়ে গেল দুর্গাপুজোর ।
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা, শুভনন্দন জানিয়েছেন । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান,শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে সমস্যা আছে । হাঁটতে পারছেন না ঠিকভাবে । তাই তিনি মন্ডপে মন্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করতে পারলেন না । তবে, মনের দিক থেকে সকলের কাছে পৌঁছে গিয়েছেন। এবছর পুজোর কার্নিভ্যাল হবে ২৭ অক্টোবর । জানালেন মুখ্যমন্ত্রী ।
প্রতি বছর মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর থেকে দক্ষিণ...মন্ডপে মন্ডপে গিয়ে ফিতে কাটেন, প্রদীপ জ্বালান । শুধু তাই নয়, চেতলা অগ্রণী-র চক্ষুদানও করতে দেখা যায় তাঁকে । তবে, এবছর পরিস্থিতি আলাদা । পায়ে চোট লেগেছে তাঁর । তাই কালীঘাটে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।