এবারের উত্তরবঙ্গ সফরে মালবাজারে নিহতদের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সরকারি সূত্রে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বিজয়া দশমীর দিন মাল নদীতে হড়পা বাণে প্রাণ হারিয়েছিলেন আট জন। প্রশাসন সূত্রে খবর, এবার উত্তরবঙ্গ সফরে মালবাজার যাওয়ার পরিকল্পনা ঠিক করে নিয়েছেন মুখ্য়মন্ত্রী। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে দুর্গত পরিবারদের সঙ্গে কথা বলবেন তিনি।
১৭ অক্টোবর উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী। এই সফরে তিনি যাবেন হাসিমারায়। সেখান থেকে মালবাজার যাবেন। মূলত ১৮ তারিখ গত বিজয়ী দশমীর দিন মালবাজারের দুর্ঘটনায় নিহতদের বাড়িতে তাঁর যাওয়ার কথা। ওই দিন তাঁর মালবাজারে সভা থাকছে। কারণ, স্থানীয় একটি স্কুলের সভাঘর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার জন্য ঠিক করা হয়েছে।
গত পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের মাল নদীতে হড়পা বাণে প্রাণ হারিয়েছিলেন আট জন। ইতিমধ্যেই তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের কর্তব্যে গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছিল। যদিও তা উড়িয়ে দেয় সরকার।