তাঁকে রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজি হওয়া তো দূরের কথা, অনুব্রত মন্ডল (Anubrata Mandal) দল ছেড়ে দিতে চেয়েছিলেন। বীরভূম তৃণমূল জেলা সভাপতি এমনটাই জানালেন।
মঙ্গলবার দুর্গাপুরে একটি মেলার উদ্বোধনে এসে নেতা, মন্ত্রী বা সাংসদ পদের প্রতি তাঁর ‘অনাগ্রহ’-এর কথা বলতে গিয়ে একথা বললেন অনুব্রত।
দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া পলাশডিহায় স্থানীয় একটি ক্লাব আয়োজিত ‘আদিবাসী মিলনমেলা’র সূচনা করেন অনুব্রত। সেখানেই তিনি বলেন, “আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী নই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, ‘দল ছেড়ে দেব।’ আমি বলেছিলাম, আমি সাধারণ মানুষের সঙ্গেই থাকতে চাই।” তবে তাঁর সংযোজন: “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জন সাধারণ সৈনিক। আমাকে মমতা যা করতে বলেন, আমি তা-ই করি। আমার কোনও লোভ নেই।”
অনুব্রত মন্ডলের এমন বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশের মনে পড়ে যাচ্ছে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর(Biman Basu) কথা। ১৯৮০ সালে তাঁকে বাঁকুড়া লোকসভায় প্রার্থী করতে চেয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত। কিন্তু বিমান রাজি হননি। জানিয়েছিলেন, তিনি সংগঠনে থাকবেন, প্রার্থী খুঁজে দেবেন, কিন্তু নিজে প্রার্থী হবেন না।