সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। নবান্নে সাংবাদিক বৈঠকে এসে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাগরদিঘি উপনির্বাচন (Sagardighi By-Election 2023) নিয়ে তিনি জানান, বিজেপি ও বাম-কংগ্রেসের দেওয়া-নেওয়ার সম্পর্ক।
রাম-বাম-কংগ্রেসের রাজনৈতিক নাটককে খতম করবেন বলেও দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, "তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে তাকে চোখে সর্ষে ফুল দেখতে হবে। আগামী দিনে রাজনৈতিক চতুরতার নাট্য। অপপ্রচারের নাটক, কুৎসার নাটক এটাকে খতম করবই। এটা চ্যালেঞ্জ। বিজেপি ছুঁতেও পারবে না।"
আরও পড়ুন: ২৩ হাজার ভোটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস
২০১২ বিধানসভা নির্বাচনেও কংগ্রেস ও বামেদের জোট হয়েছিল। তা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল ও মানুষের জোট হবে। যারা বিজেপির বিরুদ্ধে তারা ভোট দেবেন তৃণমূলকে।