রাজ্য সরকারের পাশাপাশি তৃণমূলের দলীয় সংগঠনের রাশও নিজের হাতে তুলে নিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মমতার স্পষ্ট বার্তা, এখন থেকে বাংলার সংগঠন তিনিই দেখবেন। প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। সেখানে মমতা দলের চেয়ারপার্সন নির্বাচিত হবেন। তার আগে এই বার্তাকে যথেষ্ট ‘ইঙ্গিতবহ’ই মনে করছে দল।
বৈঠকে মমতা জানান, পশ্চিমবঙ্গই তৃণমূল কংগ্রেসেকে (Trinamool Congress) সবকিছু দিয়েছে। বাংলাকে অগ্রাধিকার দিতেই হবে। দলনেত্রী মমতা সাংসদদের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দলীয় দফতরে বা প্রকাশ্যে বসে দল সম্পর্কে কোনও মন্তব্য করা চলবে না। যদি কোনও ক্ষোভ-বিক্ষোভ থাকে, তা দলের অন্দরেই জানাতে হবে। সাংসদদের কোনও সমস্যা থাকলে তা জানাতে হবে লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে বিধায়ক বা অন্য নেতাদের কোনও সমস্যা থাকলে তা জানাতে হবে সুব্রত বক্সিকে।