টানা ২৬ দিন ধরে চাকরিপ্রার্থীরা ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আর পাঁচটা দিনের মতো ইদের সকালেও সেই আন্দোলন জারি ছিল। তবে মঙ্গলবার সকালে তাঁদের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর তরফে নিয়োগের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তিতে চাকরিপ্রার্থীরা। সমস্যার দ্রুত সমাধান হবে বলেই আশা তাঁদের। তবে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেই জানান আন্দোলনকারীরা।
জানা গেছে, রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে ফেরার পথে গান্ধীমূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় চাকরিপ্রার্থীদের উদ্দেশে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। এরপরই ডিসি সাউথ আকাশ মাঘরিয়াকে বলেন, ওঁদের সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই নিজে দেখার বিষয়টি মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ঘন্টা তিনেকের মধ্যেই আন্দোলনকারীদের ধর্না মঞ্চে পৌঁছে যান শিক্ষা দফতরের আধিকারিকরা। কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। জানা গেছে, ওই আধিকারিকরদের সঙ্গে দাবিদাওয়া নিয়ে চাকরি প্রার্থীদের কথা হয়। এমনকি চাকরি প্রার্থীদের অবস্থান তুলে নেওয়ার ব্যাপারেও অনুরোধ জানান তাঁরা। তবে এই বৈঠকে এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে জানিয়েছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একাংশ। ফের বৃহস্পতিবার বিকাশ ভবনে তাঁদের ডাকা হয়েছে বলে খবর।