দুর্গাপুজোর বিসর্জনের রাতে মালবাজারের ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়ি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হড়পা বানে মৃত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হন মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
জানা গিয়েছে, সূচি বদলে একদিন আগেই সোমবার মালবাজারে যান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে সূচি বদলে সোমবারই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর কথায়, “বিপর্যয়, দুর্যোগ, অঘটন ঘটে। মালে এমনই একটি ঘটনা ঘটেছিল। হড়পা বান কোথা থেকে এসেছে, সেটি পরে তদন্ত করা হবে। আটজন মারা গিয়েছেন। আমি নিজে ছয়জনের বাড়িতে গিয়ে দেখা করলাম। আর একজনের পরিবার এখানে নেই। তাঁরা গয়ায় গিয়েছেন। আমি এদের সঙ্গে কথা বলে গেলাম।”
শুধু তাই নয়, ওইদিন যেসব এলাকাবাসী বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে, তাঁদেরও মঙ্গলবার সার্কিট হাউসের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দলের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।