হাতে আর মাত্র ক'টা মাস সময়। তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ফলে আর ঝুঁকি না নিয়ে নিজেই রাজনৈতিক সফর শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর দিয়ে শুরু হবে তাঁর পঞ্চায়েত প্রচার।
রাজনৈতিক মহলের দাবি, টেট দুর্নীতি থেকে গরুপাচার, একাধিক ইস্যুতে ব্যাকফুটে তৃণমূল সরকার। বারেবারেই গর্জে উঠছেন বিরোধী। এমনকি, বিজেপি ডিসেম্বরে সরকার ফেলার ইঙ্গিত দিতেও শুরু করেছে। ফলে কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূল নেত্রী ঠিক কী বার্তা দেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।
আগামী বুধবার কৃষ্ণনগরে সভা করবেন মমতা। ১০ তারিখ হবিবপুরে হবে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর মমতা কলকাতায় ফিরবেন। এমতাবস্থায় আগামী ৯ তারিখের রাজনৈতিক জনসভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত দলীয় নেতৃত্বের। ওই মঞ্চ থেকে বর্তমান সময়ে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে তৃণমূলের বার্তা তুলে ধরবেন জননেত্রী। কার্যত এই সভা থেকেই পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হবে বলেই মত রাজনীতির কারবারিদের।