আজ সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক সভা (Administrative Meeting) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। এই নিয়ে এক মাসের মধ্যে জঙ্গলমহল (Jangalmahal) সফরে মুখ্যমন্ত্রী। আজ, সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক সভা করে মঙ্গলবার বাঁকুড়ায় (Bankura) জোড়া সভা করবেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক সভার পাশাপাশি কর্মিসভাও করবেন তৃণমূল নেত্রী। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে মেদিনীপুর (Midnapore) এবং ঝাড়গ্রাম (Jhargram) সফর করেছিলেন মুখ্য়মন্ত্রী। অশনির (Asani) জেরে তাঁর সফর দিন কয়েক পিছিয়ে গিয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক থেকেও রাজ্যের জন্য় নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই জেলাতেও বিস্তর অভিযোগ রয়েছে। তা নিয়েও বেশ কড়া বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেও বলেও মত রাজনৈতিক মহলের।
এদিন পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়া-পুরুলিয়া সফর করে জুন মাসের প্রথম সপ্তাহে একবার তিনি উত্তরবঙ্গে সফরে যেতে পারে। তবে তাঁর এই সফর নির্ভর করবে আবহাওয়ার উপরে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, জুন মাসেই তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানে আসবেন। দুর্গাপুর তাঁর সবসময়ের ভাললাগার জায়গায়। এখানেই তিনি পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক করবেন। সেই সঙ্গে আসানসোলে একটি কর্মিসভার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন : ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি মমতার
সম্প্রতি রাজ্যে আসানসোল লোকসভায় উপ-নির্বাচন হয়ে গিয়েছে। আর সেই নির্বাচনে ইতিহাস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। প্রায় তিন লক্ষের বেশি ভোটে জিতে ফের সংসদে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা। এদিন দুর্গাপুরে দাঁড়িয়ে, আসানসোলের মানুষকে এই জয়ের জন্য আরও একবার ধন্যবাদ জানানা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।