বৃহস্পতিবার বিকালে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ পুলিশ কর্তা, সব দফতরের সচিব এবং সমস্ত পুরনিগমের মেয়রদের ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কী নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে? এবিষয়ে কোনও তথ্যই এখনও জানা যায়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে ভোট কম পড়েছে। সেখান তুলনামূলকভাবে ভালো ফল করেছে গেরুয়া শিবির। সম্ভবত সেই কারণেই পুরনিগমের মেয়রদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়ালের খবর অনুযায়ী, নবান্ন কর্তাদের একাংশের মতে পুর অফিসারদের সঙ্গে পুলিশের একাংশের যোগসাযোসে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেকারণে অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা।
সূত্রের খবর, একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনতে পারেন তিনি।