আজ কালীপুজো (Kali Puja 2022) । প্রতি বছরের মতো এবছরও নিজের বাড়ির পুজো নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কালীঘাটের বাড়িতে ধূমধাম করে মায়ের আরাধনা চলছে । সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee worships goddess Kali) । সন্ধেবেলায় মায়ের পুজো করলেন, সেইসঙ্গে সঙ্কল্প করতে দেখা গেল তাঁকে ।
রবিবার রাতেই নিজের ফেসবুক পেজে বাড়ির কালী প্রতিমার দর্শন করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সকালে টুইটারে সকলকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি । তাঁর প্রার্থনা, মা কালী সকলকে লড়াই করার শক্তি দিন । আলোর উৎসব প্রত্যেকের জীবন থেকে সব অন্ধকার দূর করে আনন্দ আর খুশিতে ভরিয়ে দিক । এরপর সন্ধেবেলা ফেসবুক পেজে লাইভ করে বাড়ির পুজোর কিছু মুহূর্ত শেয়ার করলেন ।
আরও পড়ুন, Kali Puja 2022: ৫০০ বছরের পুজো কল্যাণেশ্বরীর মন্দিরে, আজও মনস্কামনা নিয়ে ভক্তদের সমাগমের চল
সাধারণত প্রতিবছরই কালীপুজোতে উপোস করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয় ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কাজই নিজের হাতেই করে থাকেন মমতা । এবারও তার ব্যতিক্রম হয়নি । তবে এসবের মধ্যেও সিত্রাং নিয়ে খোঁজখবর রাখছেন ।
এদিকে,চোখের অস্ত্রোপচার করিয়ে কালীপুজোর সকালেই কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার সকালে কলকাতা বিমানবন্দর নামেন অভিষেক । তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা । বিমানবন্দর থেকে বেরিয়ে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানান তিনি । দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে ।