সকালে পাহাড়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। পথে জনসংযোগের কাজও সেরে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর একেবারে 'ঘরের মেয়ে' হয়ে বসে গেলেন মোমো (Momo) বানাতে।
আগের দিন ফুচকা- বানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে আট থেকে আশি ভিড় করেছিল সেই ফুচকার স্টলে। কচিকাঁচাদের কোলে তুলে আদর করে দিয়েছিলেন চকোলেট। পরের দিন নিজে হাতে বানালেন পাহাড়ি মোমো।
বৃহস্পতিবার রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটলেন মুখ্যমন্ত্রী। ফেরার সময় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে বসে পড়লেন মোমো বানাতে। লেচি কেটে, বেললেন ময়দা। পটু হাতে পুর ভরে দিলেন তাতে। পাহাড় সফরের শেষ দিনে একেবারে হালকা ছন্দে মমতা।
গতকাল, বুধবার দার্জিলিং রাজভবনের রাজ্যপালের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৈঠক সেরে মমতা জানিয়েছিলেন, কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল তাঁদের সঙ্গে।