ইডি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করার পরেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও। ২০১৯ সালের সেই ভিডিও-র মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়ন সংঘের (Naktala Udayan Sangha) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন তিনি৷ মঞ্চে একধিক সেলেব্রিটি, রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন পার্থ স্বয়ং। আছেন অধুনা বিতর্কিত অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee)।
ওই অনুষ্ঠানে মমতাকে হালকা ছলে নাকতলার পুজো নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাকতলার পুজো এবং প্রতিমার থিম সব সময় তিনি বুঝতে পারেন না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে যেহেতু কেউ চটায় না, তাই রাশি রাশি পুরস্কার বাঁধা থাকে। মমতার এ-হেন সরস মন্তব্যে হাসির রোল ওঠে মঞ্চে৷ হেসে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়ও।