খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ (_Rape Allegation)। অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি নদিয়ার (Nadia) করিমপুরের মুরুটিয়া এলাকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি ওই নির্যাতিতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহীতোষ বিশ্বাস। প্রতিবেশী এক কিশোরীকে চানাচুর ও চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডাকেন। তারপর টিভি দেখতে দেখতে ওই কিশোরীকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর ওই কিশোরী মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'প্রেস্টিজের ব্যাপার', সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলায় নাম জড়ানো নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবার মুরুটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার দিন দুপুরবেলা অভিযুক্তের বাড়িতে কেউ ছিল না। কিশোরীকে ঘরে ডেকে হাঁসুয়া দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। কিশোরীর চিৎকারে তাঁর ১০ বছর ভাই ওই বাড়িতে আসে। দিদিকে ওই অবস্থায় দেখে সে ঘাবড়ে যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশাণু মিত্র জানান, নির্যাতিতা কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।