কোচবিহারের সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগ গিতালদহের এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রেম কুমার বর্মন। গিতালদহের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা তিনি। পরিবারের অভিযোগ, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। যদিও বিএসএফের দাবি, গরুপাচারের চেষ্টা করছিলেন ওই যুবক। পরিবার জানিয়েছে, কোনও চোরাচালানের সঙ্গে যুক্ত নয় তাঁদের ছেলে।
মৃত যুবকের পরিবার জানিয়েছে, প্রেম বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে নিজেদের চাষের জমি পরিদর্শনে যান তিনি। সেখানে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ।
বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম নামে এই যুবক শনিবার সকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচারের চেষ্টা করছিলেন। সেই সময়ই দুর্ঘটনাবশত গুলি লাগে।