তিনি সত্যিটাই বলতে চান, বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বুধবার অপসারিত পর্ষদ সভাপতিকে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ বিচারপতির এজলাসে আনা হয় মানিককে। নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁকে একাধিক প্রশ্ন করেন বিচারপতি। জবাবে মানিকের দাবি, তিনি সত্যিটাই বলতে চান। কারণ, এই ঘটনায় নীতিগতভাবে যে সীদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাঁর পর্ষদ সেটাই অনুসরণ করেছে মাত্র।
বুধবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুর ১টা নাগাদ ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি। তার দু'ঘন্টার মধ্যেই আদালতে হাজির করানো মানিক ভট্টাচার্যকে।
আরও পড়ুন- Amit Shah: হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় নির্দেশিকা, প্রতিটি রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক