ফোন, ভিডিও কলের পর এবার সশরীরে দেখা মিলল মানিক ভট্টাচার্যের। শনিবার সকালে যাদবপুরের সেন্ট্রাল রোডের ফ্ল্যাটের বারান্দায় দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমের সামনে মুখও খোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিচারাধীন বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করা উচিত নয়। বাজার করা, ওষুধ কিনতে যাওয়ার মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার আর্জিও জানান তিনি। তবে বাড়ির বারান্দা থেকে নিচে নামার অনুরোধ করলে রাজি হননি তিনি।
গোয়েন্দা সূত্রে বলা হয়, বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যে জন্য আইনি পরামর্শ নিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। আইনজীবীদের সঙ্গে পরামর্শের পরই লুকআউট নোটিস জারি করা হয়। আর তারপরই সবাইকে চমকে দিয়ে শুক্রবার দুপুরের পর সাংবাদিকদের ভিডিও কলে কথা বলতে শোনা যায় মানিকবাবুকে। তিনি বলেন, ‘‘আমি আমার যাদবপুরের ফ্ল্যাটেই আছি। কোথাও যাওয়ার প্রশ্ন নেই। কোথাও যাইনি। কেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কোনও সদুত্তর আমার কাছে নেই। কারণ এই বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।"
আরও পড়ুন- Partha Chatterjee : পার্থর পিএইচডি-তে বেনিয়ম, অভিযোগ সিবিআইয়ের
এরপর শনিবার সকালে একেবারে সশরীরে দেখা দেন তিনি। সাংবাদিকরা বাড়ির নিচে নেমে আসতে বলেন তাঁকে। তবে বারান্দা থেকে নিচে নামতে রাজি হননি। গাছপালায় ভরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলেন মানিকবাবু। তিনি বলেন, “বিচারাধীন বিষয়ে কিছু বলব না। তদন্তে অসহযোগিতা আমি করিনি। যাদবপুরের ফ্ল্যাটেই আছি। দয়া করে স্বাভাবিক জীবনযাপন করতে দিন।”