সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল । দমদম স্টেশনে মেন আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে । পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাজ চলবে । তাই শনি ও রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । ফলে ভোগান্তির মধ্যে পড়তে পারেন যাত্রীরা ।
শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল থাকছে । বনগাঁ থেকে বাতিল থাকছে একটি ট্রেন । অন্যদিকে, ডানকুনি থেকেও লোকাল ট্রেন বাতিল থাকবে । আবার কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে বলে খবর ।
আরও পড়ুন, Laketown Firing : শহরের চলল গুলি, লেকটাউনে প্রকাশ্যে দমকল কর্মীকে খুনের অভিযোগ
রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এছাড়া, বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, হাসনাবাদ থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল রয়েছে ।