পুজোর মধ্যেই বাতিল থাকছে হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনের বেশ কিছু লোকাল ট্রেন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত ওই শাখার আপ এবং ডাউনের একাধিক ট্রেন বাতিল থাকবে। যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে আগেভাগেই প্রকাশ করা হয়েছে বাতিল ট্রেনের তালিকা। রেল সূত্রে খবর, সিঙ্গুর ও নালিকুলের মধ্যে পাওয়ার ট্রাফিক ব্লকের কাজ সারতেই আপাতত কদিন বেশ কিছু ট্রেন চলাচল বাদ রাখতে হচ্ছে। এর জেরে যাত্রীদের ভোগান্তির যে শেষ থাকবে না তা বলাই বাহুল্য। এক নজরে দেখে নিন আগামী ৯ তারিখ পর্যন্ত হাওড়া তারকেশ্বর লাইনের কোন কোন ট্রেন বাতিল থাকছে-
সকাল ৬টা বেজে ৫২ মিনিটের ছেড়ে যাওয়া ৩৭৩০৭ আপ হরিপাল লোকাল বাতিল থাকছে।
১০টা ২০ মিনিটের ৩৭৩১৯ আপ হাওড়া তারকেশ্বর লোকাল বাতিল।
বাতিল ৩৭৩২৭ আপ তারকেশ্বর লোকাল। এই ট্রেন দুপুর ১টা ৩৮ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৭ টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়া ৩৭৩০৫ আপ সিঙ্গুর লোকাল বাতিল থাকবে আগামী বেশ কিছুদিন৷
৩৭৩৪৩ আপ হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার গাড়ি বাতিল থাকবে৷ রাত ৮টা ৫ মিনিটে এই ট্রেন হাওড়া ছেড়ে যায়।
পাশাপাশি বন্ধ থাকবে বেশ কিছু ডাউনের ট্রেনও।
৩৭৩০৮ ডাউন হরিপাল-হাওড়া লোকাল বাতিল। পাশাপাশি ডাউন তারকেশ্বর-হাওড়া ৫ টি লোকাল চলাচল বন্ধ থাকবে৷ ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬ ডাউন তারকেশ্বর লোকাল বাতিল থাকবে। এছাড়াও সকাল ৫:১৫ এবং ৮:২৫ মিনিটের শেওড়াফুলি হাওড়া লোকাল বাতিল। রাত ৯ টা ৫ এর ডাউন সিঙ্গুর হাওড়া লোকালও বাতিল।