ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার(Maoist Poster) উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ও বাঁকুড়া সীমানায় মাওবাদী পোস্টার ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার(Bankura) সারেঙ্গা থানার গোয়ালডাঙা বাসস্ট্যান্ডে এই মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারে সরাসরি সারেঙ্গা থানাকে হুমকি দেওয়া হয়েছে। কিষাণজির মৃত্যুর(Kishenji Murder) কথাও বলা হয়েছে পোস্টারে।
সোমবার ঝাড়গ্রামে(Jhargram) একটি গাছে মাওবাদী পোস্টার লাগানোর সময় পুলিশ(Police) হাতেনাতে ধরে ফেলে এক দম্পতিকে। ধৃতদের নাম রাজু সিং ও পূজা সিং। এদিন গোয়ালডাঙা বাসস্ট্যান্ডে মাওবাদীদের পোস্টারে কিষাণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, সরকারি কর্মচারীদের দুর্নীতি(Corruption) নিয়ে অভিযোগ তোলা হয়েছে। আবার কোনও পোস্টারে লেখা হয়েছে, এবার তৃণমূল নেতাদের(TMC Leader) সঙ্গে খেলা হবে।
রবিবার মাওবাদী সন্দেহে বোলপুর(Bolpur) থেকে ২ জনকে গ্রেফতার করে বারিকুল থানার পুলিশ। সোমবার তাঁদের আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে সোমবার বিনপুর থানার(Binpur Police Station) অন্তর্গত ৫ নম্বর জাতীয় সড়কে মাওবাদী পোস্টার লাগাচ্ছিল জনাকয়েক ব্যক্তি। খবর পেয়ে সেখান থেকেও দুজনকে গ্রেফতার করে পুলিশ।