অনেক চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এল শিলিগুড়ির বিধান মার্কেটের আগুন। পুজোর মুখে বড় ক্ষতি হল ব্যবসায়ীদের। শনিবার বেলা সাড়ে এগারোটার কিছু পরে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুন লেগে যায়। সেই আগুন গ্রাস করে আশপাশের আরও ২০ থেকে ২৫টি দোকানকে। ব্যবসায়ীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর খবর পেয়ে আসে দমকল।
সময় যত বাড়তে থাকে, আগুনের দাপটও বাড়ে। অবশেষে ঘটনা স্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। কাজে লাগানো হয় আধা সেনাকেও। ঘিঞ্জি হওয়ায়, প্রাথমিক ভাবে দমকলকে বেগ পেতে হয়। বিধান মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয় একটি কাপড়ের দোকান থেকে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। আর কয়েকদিন দূরেই পুজো। শনিবার ছুটির দিনে তাঁরা ভেবেছিলেন বেচা কেনা একটু বেশি হবে। কিন্তু এমন দিনে আগুন লাগার ঘটনায় তাঁরা হতাশ।
এমনিতেই বৃষ্টির জেরে তাঁদের ব্যবসা মার খেয়েছে। পুজোর মুখেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে এই আগুন লাগার ঘটনায় মাথায় হাত এখন ব্যবসায়ীদের। তবে কী ভাবে আগুন লেগেছে, তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় পুলিশ। এর পিছনে কোনও নাশকতা আছে কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।