মায়াপুরের হোটেলে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, সকালবেলা হোটেলের কর্মীরা ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন একটি ঘরে বাইরে থেকে ছিটকিনি দেওয়া অথচ তালা দেওয়া নেই।
হোটেল কর্মীদের সন্দেহ হলেই দরজা খুলে তাঁরা দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। তাঁর স্বামীকে কোথাও দেখতে পাওয়া যায়নি। মৃত মহিলার নাম মিনা বিশ্বাস তাঁর স্বামীর নাম বিদ্যুৎ বিশ্বাস।
এরপরই পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খুন নাকি অন্য কোন ঘটনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - এক রাতে ১৫০ বোমা ! ৪০ বাড়ি ভাঙচূর, তৃণমূল গোষ্ঠী কোন্দলের অভিযোগ বীরভূমের যশপুরে
হোটেলের তরফে জানানো হয়েছে, শুক্রবারই ওই হোটেলে থাকতে এসেছিলেন দম্পতি। পরিচয়পত্রও জমা দিয়েছিলেন। কিন্তু এমন ঘটনায় হতবাক কর্তৃপক্ষ।