পঞ্চমীতেই কলকাতায় উৎসবের চেনা চিত্র। মানুষের ঢল নামল তিলোত্তমার রাস্তায়। অন্যদিকে ধর্মতলায় অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। উৎসবের এমন মেজাজ এর আগে দেখেনি বঙ্গবাসী। মহালয়ার আগে পর্যন্তও এবার পুজোর মেজাজ ছিল থমথমে। কিন্তু দ্বিতীয়া থেকে চেনা ছবি কলকাতার রাস্তায়।
এবছর মহম্মদ আলি পার্কের থিম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউজ। এবছর ৫৬ তে পা দিল, মধ্যকলকাতার এই বিখ্যাত দুর্গাপুজো। জল দূষণের বিরুদ্ধে না না সতর্কতামূলক বার্তা থাকবে মণ্ডপ জুড়ে।
কলকাতার মেছুয়া বাজারের দুর্গাপুজোতেও দেখা গেল চোখে পড়ার মতো ভিড়। পঞ্চমীর সন্ধেতেই ভিড় এগোলো মেছুয়া বাজারে মণ্ডপের দিকে। লাল আলোর আভায় মণ্ডপ সজ্জা নজর কেড়েছে।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব মণ্ডপেই মানুষের ঢল নেমেছে। কোথাও তিল ধারণের জায়গা নেই। একই ছবি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলিতেও।
উল্লেখ্য, RG কর কাণ্ডের পর আন্দোলন চলছে কলকাতা সহ একাধিক জেলায়। এই পরিস্থিতিতে উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন , গতবারের থেকে বেশি পুজো হচ্ছে গোটা বাংলায়।