এক ফ্রেমে রাহুল গান্ধী ও মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মুর্শিদাবাদে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াইয়ের ডাক দিয়েছেন। এরই মাঝে একই মঞ্চে রাহুল গান্ধী ও মহম্মদ সেলিমের থাকা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মহম্মদ সেলিম জানিয়েছেন, "২৪ দেশের জন্য বড় সংগ্রামের সময়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় গণতন্ত্র, থাকবে কিনা, তার প্রশ্ন।"
মুর্শিদাবাদের রঘুনাথপুরে রাহুলের সঙ্গে কথা হয় মহম্মদ সেলিমের। ছিলেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরাও। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়, আসন বোঝাপড়া নিয়ে কী কথা হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে! সিপিআইএম নেতা জানিয়েছেন, পদযাত্রায় আসন নিয়ে কথা হয় না। রাজ্য দফতরে তা নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার রাহুল গান্ধী মালদার সুজাপুর থেকে যাত্রা শুরু করেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ হয়ে মিছিল বহরমপুরে ঢুকবে। এদিন পদযাত্রায় সিপিআইএমের পতাকা নিয়ে একাধিক সমর্থককে দেখা যায় কংগ্রেসের পদযাত্রায়। বহরমপুরে রাহুলের পদযাত্রায় যোগ দেওয়ার কথা সিপিএমের রাজ্য নেতাদেরও। তার আগে রঘুনাথপুরে রাহুলের সঙ্গে কথা হয় মহম্মদ সেলিমের। বহরমপুরে জনসভা হওয়ার কথা আছে রাহুল গান্ধীর।