কলকাতা হাইকোর্ট থেকে সরল মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতি মামলা। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেখানে জানানো হয়েছে, ওই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। তিন সপ্তাহের মধ্যে ওই মামলার সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। তারপর ফের মামলাটির শুনানি হবে।
কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টে । তাই ছুটির দিনেও বসে পাঁচ বিচারপতির বেঞ্চ । শনিবার শুনানির শেষে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সোমবার মামলার পরবর্তী শুনানি হবে । তার আগে পর্যন্ত মেডিক্যালে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করা হচ্ছে । এমনকি, সিবিআই তদন্তও স্থগিত থাকবে । একইসঙ্গে মেডিক্যালে ভর্তি মামলায় রাজ্যকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট ।
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মামলার শুনানি। সেখানে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের পরিবর্তে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট।