স্বাস্থের উন্নতি হলেও রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। রবিবারও তাঁকে নরম খাবার দেওয়া হয়েছে। এদিকে মিঠুন চক্রবর্তীকে দেখতে রবিবার হাসপাতালে গিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে অভিনেতা বেশ কিছুক্ষণ কথাও বলেন।
কী রয়েছে মেডিক্যাল বুলেটিনে?
হাসপাতালের তরফে রবিবার বিকালে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সজাগ রয়েছেন। তবে স্বাভাবিক খাবার খেতে পারছেন না।
শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন চক্রবর্তীকে। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। একটি সূত্র মারফত জানা গিয়েছিল, রবিবারই ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার ছুটি পাচ্ছেন না তিনি।