ডাক্তারি পড়তে ইউক্রেনে (Ukraine) গিয়েছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা এক ছাত্র।।যুদ্ধ শুরু হতেই তিনি আটকা পড়েছেন খারকিভের (Kharkiv) এক প্রান্তে। বাঙ্কারে থাকতে হচ্ছে দিনের অনেকটা সময়। মিলছে না খাবার, জলও বাড়ন্ত। বাড়িতে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন মা, বাবা সহ পরিজনের।
আরও পড়ুন: Ukraine crisis: ইউক্রেনের টারনোপিল শহরে আটকা পড়লেন অন্ডালের ছাত্রী, প্রবল চিন্তায় বাবা-মা
মেডিকেলের তৃতীয় বর্ষের বাঙালি ছাত্র ইউক্রেনে আটকে রয়েছে। ঠাকুরপুকুর জায়গীর ঘাটের সৌম্যকান্তি বিশ্বাসের পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গত বুধবার শেষ তার সঙ্গে যোগাযোগ হয়েছিল পরিবারের, এমনটাই জানালেন সৌম্যকান্তির মা।
সৌম্যকান্তির মায়ের বক্তব্য, ভারত সরকার যেন খুব তাড়াতাড়ি আটকে পরা ভারতীয়দের আনার ব্যবস্থা করে। শেষ যখন কথা হয়েছিল সৌম্যকান্তির সঙ্গে, তখন সে তার মাকে জানিয়ে ছিল সেখানে খাবার ও জল কিছুই পাওয়া যাচ্ছে না। তাদের এখন বাংকারের মধ্যে থাকতে হচ্ছে।