আরজি কর-কাণ্ডে মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়। ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। সদ্য সন্তানকে হারিয়েছেন। তাঁর মেয়ের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এরই মধ্যে সোদপুরের নাটাগড়ে মৃত পড়ুয়ার বাড়িতে গেলেন মীনাক্ষি মুখোপাধ্যায়।
আরজি করের ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ চিকিৎসকদের। প্রথম দিন থেকেই আরজি কর-এ বিক্ষোভ করে DYFI। মর্গ থেকে গাড়ি বেরোনোর সময় মীনাক্ষি মুখোপাধ্যায়ের নেতৃত্বে আটকানো হয় গাড়ি। এরপরেও রাস্তায় বসে বিক্ষোভও করেন তাঁরা। সোমবার মৃতা চিকিৎসকের বাড়িতে যান বাম আইনজীবী বিকাশ ভট্টাচার্য। দেখা করেন পরিবারের সঙ্গে। মঙ্গলবার পরিবারের সঙ্গে দেখা করলেন বামনেত্রী।
নাইট ডিউটিতে থাকা হাসপাতালে পিজিটি চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সোমবারও দফায় দফায় উত্তপ্ত হয় আরজি কর চত্বর। সোমবারই আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দেন। কিন্তু বিকেলেই তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বসানো হয় তাঁকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। আরজি কর চত্বরে সন্দীপ ঘোষের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারাও তাঁকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ। রাতেই তালা ঝুলিয়ে দেওয়া হয় অধ্যক্ষের কক্ষে।