প্রেসিডেন্সি জেলে থাকতে চাইছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, জেলের মধ্যে রক্ষীদের দেখলেই তাঁদের ডেকে হাসপাতালে ভর্তির অনুরোধ করছেন তিনি। জানিয়েছেন, তাঁর শরীর খুব খারাপ। যদিও দ্যা ওয়ালে প্রকাশিত খবর অনুযায়ী প্রেসিডেন্সি জেলের সুপার জানিয়েছেন, সুস্থই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। চিকিৎসকদের তত্ত্বাবধানে সংশোধনাগারে রয়েছেন তিনি।
আদালতের নির্দেশে রবিবার থেকে প্রসিডেন্সি জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রীকে রাখা হয়েছে পহেলা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলে। তবে বর্তমানে জেলে থাকতে চাইছেন না তিনি।
জেল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর সেলের পাশ দিয়ে কোনও রক্ষীকে যেতে দেখলেই তাঁকে ডাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁদেরকে অনুরোধের সুরে মন্ত্রী বলেছেন, "সুপারকে বলুন, আমার শরীর খুব খারাপ। মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে। প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।"