নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে গ্রেফতার গৃহশিক্ষক! অভিযুক্ত গৃহশিক্ষকতার পাশাপাশি রেলে চাকরি করতেন। বারুইপুরের রেল কোয়ার্টারের ঘটনায় তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত বারুইপুর রেল কোয়ার্টারে থাকতেন। অষ্টম শ্রেণির নির্যাতিতা অভিযুক্তের কোয়ার্টারে পড়তে যেত।অভিযুক্ত ভারতীয় রেলে চাকরির পাশাপাশি গৃহশিক্ষকতা করতেন।
পড়া বোঝানোর অছিলায় প্রায়ই নাবালিকার গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। অন্য পড়ুয়ারা চলে গেলে কোয়ার্টারে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ করা হত বলেও অভিযোগ। ধর্ষণের কথা বাইরে বলে দিলে নাবালিকা এবং তার বাবা-মাকেও মেরে ফেলার হুমকিও নাকি দেওয়া হতো।
নির্যাতিতার পরিবারের দাবি, তাঁদের মেয়ে সম্প্রতি আতঙ্কে থাকত, বিশেষ কথা বলতে চাইত না। মেয়ের আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্ম করে মানসিক রোগ নিরাময়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বেশ কয়েকটি কাউন্সেলিং সেশনের পর মাকে সব কথা জানায় নির্যাতিতা। বিষয়টি জানার পরেই বারুইপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা গয়েছে গৃহশিক্ষককে।