গরু পাচার মামলায় টানা পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর CBI দফতর হাসিমুখেই বেরোতে দেখা গেল অভিনেতা-সাংসদ দেবকে (Dev) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, তিনি এনামুল হক বলে কাউকে চেনেন না । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে । তাঁর আশা, এরপর আর তাঁকে হয়তো ডাকা হবে না ।
কী কারণে ডাকা হয়েছিল দেবকে ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারকা বলেন, "একটা মানুষকে চিনি কি না, সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় । আমি আমার বয়ান দিয়েছি । তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব ।"
গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ-অভিনেতা দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল CBI । গত বুধবার এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর তরফে নোটিশ যায় দেবের কাছে । নোটিশে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় দেবকে নিজাম প্যালেসে হাজির হতে হবে । সেই মতো এদিন, সকাল ১১টা নাগাদ আকাশি রঙের শার্ট ও কালো ট্রাউজার পরে নিজাম প্যালেসে আসেন তিনি । হাতে ছিল হলুদ জ্যাকেট । টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।