গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জলপাইগুড়ি। ভারী বৃষ্টিপাতের জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। আশেপাশের গ্রামও অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়েছে বলেই খবর। সপ্তাহের প্রথম কাজের দিনেই এই ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ব্লক ও পুর প্রশাসনের তরফে কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, রবিবার রাত এবং মূলত সোমবার ভোররাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি শহর ও আশেপাশের এলাকায়। সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রায় ১৫১.২ মিলিমিটার। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডের রাস্তাঘাট কার্যত নদীর আকার নিয়েছে। আশেপাশের ব্লক এলাকার বহু গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। গ্রামের মধ্যে নদীর স্রোত বইছে। গ্রাম এলাকার বহু কৃষিজমি প্লাবিত হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Abhishek Banerjee: এশিয়া কাপে ভারতের জয়ের পর জাতীয় পতাকা নিতে অস্বীকার, অভিষেকের তোপের মুখে জয় শাহ
এদিন সকাল থেকে বৃষ্টির প্রকোপে বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। যদিও এই বৃষ্টি মাথায় সকাল থেকেই কর্মক্ষেত্রে গিয়েছেন মানুষ। স্কুল-কলেজেও পৌঁছে গিয়েছেন ছাত্র-ছাত্রীরা।