মায়ের বিরুদ্ধে বেনজির ভাবে মেয়েকে পিটিয়ে খুনের অভিযোগ কোচবিহারে। চ্যাংরাবান্ধা এলাকার ঘটনা। ২৩ বছরের তরুণী অর্পিতা মল্লিক তাঁর মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল বলেই খুন হতে হয় তাঁকে, দাবি মৃতার কাকার।
গত সোমবার কাকা বিমল মল্লিক চিৎকার শুনে বাড়িতে ছুটে গিয়ে দেখেন, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অর্পিতা। তাঁর মা দুর্গা মল্লিক মেয়েকে শাল কাঠ দিয়ে পিটিয়ে চলেছেন। চিৎকারে শুনে ছুটে আসেন পড়শিরাও। অর্পিতাকে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক ভাবে, সেখান অবস্থার অবনতি হলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় অর্পিতার।
বিমলের দাবি, ওই ঘটনার পর মেয়ের খোঁজখবরও না নিয়ে সোনাগয়না ও টাকাপয়সাও নিয়ে বাপেরবাড়ি চলে গিয়েছেন তরুণীর মা। কাকার আরও দাবি মাদারিহাট এলাকার শমসের আলম নামে এক যুবকের দুর্গার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা মেয়ে জেনে ফেলায় খুন হতে হয়েছে তরুণীকে।
গোটা ঘটনায় মেখলিগঞ্জ থানায় তিন জনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।