মায়ের (Mother) কোনও বিকল্প নেই, হয়ও না । সন্তানের বিপদে সবার আগে ছুটে আসেন মা । সন্তানকে রক্ষা করতে নিজের জীবনেরও তোয়াক্কা করেন না তিনি, তা সে মা মানুষই হোক কিংবা পশু । সম্প্রতি, সেরকরমই একটি ঘটনার সাক্ষী হল নাগরাকাটার (Nagrakata) অরণ্য । নিজের জীবন বিপন্ন করে পাহাড়ি নদীর স্রোতে ভেসে যাওয়া শাবককে বাঁচাল মা হাতি (Mother Elephant Saves her Calf) । সেই ভিডিও (Elephant Viral Video) ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওটি পোস্ট করেন বন আধিকারিক প্রবীণ কাসওয়ান । ভিডিওতে দেখা যাচ্ছে, নাগরকাটার জঙ্গলে পাহাড়ি নদী পার হচ্ছে হাতির একটি দল । সেইসময়, দলের একটি শাবক তীব্র স্রোতে কিছুতেই পাড়ে উঠতে পারছিল না । জলের তোড়ে বেশ খানিকটা ভেসেও যায় শাবকটি । তা দেখে সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে মা হাতি । খানিকক্ষণের চেষ্টায় শুঁড় দিয়ে সন্তানকে উদ্ধার করে পাড়ে তুলে আনে । এরপরই নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় হাতির দল । এই ভিডিও মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ।
আরও পড়ুন, Kolkata Metro:অফিস টাইমে বিভ্রাট, কামরার দরজা খোলা রেখেই ছুটল মেট্রো, আতঙ্কিত যাত্রীরা
কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল শাবক হাতির ‘ভিভিআইপি’ নিরাপত্তাবেষ্টনীর ভিডিও । চারপাশে বড়রা, মাঝে ছোট্ট শাবক । বড়দের সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করছিল সে । নবজাতক সেই হাতিটিকে যাতে কেউ ক্ষতি করতে না পারে, তাই এমন নিরাপত্তার বেড়া তৈরি করেছিল হাতির দল । এমনভাবে দলটি এগোচ্ছিল মনে হচ্ছিল যেন শাবকটি ভিআইপি।